ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খোন্দকার দেলোয়ারের শারীরিক অবস্থার আরো উন্নতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১১
খোন্দকার দেলোয়ারের শারীরিক অবস্থার আরো উন্নতি

ঢাকা: সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অবস্থার আরো উন্নতি হয়েছে। তিনি দেশবাসী ও দলের নেতাকর্মীদের কাছে তার আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

এ কথা জানিয়েছেন সিঙ্গাপুরে অবস্থানরত তার পারিবারিক চিকিৎসক ডা. রফিক।

বৃহস্পতিবার বেলা ১ টায় টেলিফোনে বাংলানিউজকে ডা. রফিক জানান, মহাসচিবের নিউমোনিয়া, ডায়াবেটিস, ব্লাড প্রেসার অনেকটা নিয়ন্ত্রণে। তার কিডনি এখন ভালো কাজ করছে। মল-মুত্র স্বাভাবিক রয়েছে।

ডা. রফিক আরো জানান, মহাসচিব তার রোগমুক্তির জন্য দেশবাসী ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার সকালে ডাক্তার অং পু চিসহ একটি চিকিৎসক টিম তাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন। এ সময় ডাক্তার অং পু চি জানিয়েছেন, খোন্দকার দেলোয়ারের পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে। তবে তিনি সুস্থতার দিকে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি থেকে বিএনপি মহাসচিব রাজধানীর ধানমন্ডির মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ৩ মার্চ রাত সাড়ে ৯ টায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে স্কয়ার হাসপাতালে ডাক্তার মির্জা নাজিম উদ্দিনের অধীনে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরের দিন ৪ মার্চ রাতে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

বর্তমানে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিঙ্গাপুরের ডাক্তার অং পু চি’র অধীনে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময় ১৪০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।