ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

৭২ এর সংবিধানে ফিরে গেলে বিশৃঙ্খলার আশঙ্কা জামায়াতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জুলাই ২০, ২০১০

ঢাকা: ৭২ এর সংবিধানে ফিরে গেলে দেশে বিশৃঙ্খলা দেখা দেবে বলে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জামায়াত।

মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয কার্যালয়ে ন্যাশনাল ডক্টরস ফোরামের সঙ্গে এক মত বিনিময় সভায় দলটির শীর্ষ নেতারা এ আশঙ্কা প্রকাশ করেন।



জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বলেন, ‘দিন  বদলের শ্লোগান নিয়ে ক্ষমতায় এসে সরকার এখন দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। ’

মহানগর জামায়াত সেক্রেটারি হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় কেন্দ্রীয় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম সভাপতি ডা. একেএম কামরুল আহসান, মহাসচিব শরিফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময় ২০৩০ ঘণ্টা, ২০ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।