ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নাম প্রস্তাব ছাড়াই চিঠির উত্তর দিলো বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুলাই ২০, ২০১০
নাম প্রস্তাব ছাড়াই চিঠির উত্তর দিলো বিএনপি

ঢাকা: সংবিধান সংশোধনের সর্বদলীয় সংসদীয় কমিটিতে অংশগ্রহণের আহবান জানিয়ে বিরোধী দলকে দেওয়া সরকারের  চিঠির উত্তর দিচ্ছে বিএনপি।  

মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের আইন বিশেষজ্ঞদের বৈঠকের নেওয়া সিদ্ধান্ত জানিয়েই এ চিঠি পাঠানো হচ্ছে।



চিঠির উত্তরে কি রয়েছে তা জানা যায় নি। তবে চিঠিতে কারো নাম দেওয়া হয়নি বলেই একটি সূত্র নিশ্চিত করেছে।

বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক সাংবাদিকদের বলেন, ‘সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়া বা না নেওয়ার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। তবে তারা যে স্টাইলে চিঠি দিয়েছেন, আমরা সে স্টাইলেই উত্তর পাঠাচ্ছি। ’

মঙ্গলবার রাতেই তার স্বাক্ষর করা চিঠি সরকার দলীয় চিফ হুইপের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান বিরোধী দলীয় চিফ হুইপ।

বৈঠকের পর বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী বাইরে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে বলেন, আওয়ামী লীগের চিঠিতে ঠিক কি চাওয়া হয়েছে তা স্পষ্ট নয়।

সর্বদলীয় কমিটিতে নাম দেওয়া হচ্ছে  কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কিসের চিঠি। সংসদের কার্যপ্রণালীর কোনো ধারা এতে মানা হয় নি। ’

এর আগে রাত সোয়া আটটার দিকে দলের আইন বিশেষজ্ঞদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শুরু হয়। বৈঠকে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, এমকে আনোয়ার, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, দলের সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুয়ায়ী সংবিধান সংশোধনের জন্য সর্বদলীয় কমিটিতে নাম আহবান করে রোববার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে চিঠি পাঠায় আওয়ামী লীগ।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সংবিধান সংশোধনে সর্বদলীয় কমিটি গঠনের ঘোষণা দেন।

সরকার দলীয় চিফ হুইপ আব্দুস শহীদ সোমবার জানান, আগামী ২২ জুলাইয়ের মধ্যে সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে। প্রস্তাবিত কমিটিতে ১৫ জন সদস্য থাকবেন। তাতে বিএনপির সদস্য থাকবেন এক জন। তবে জামায়াত যেহেতু বিএনপিরই অংশ তাই তাদের কোনো প্রতিনিধিকে সর্বদলীয় কমিটিতে রাখা হবে না।

এদিকে আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। এ সময় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ভারপ্রাপ্ত আহবায়ক প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ড. এজেডএম জাহিদ হোসেন, অ্যাসোসিয়েশন অব এগ্রিকালচারার্স অব বাংলাদেশের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি রুহুল আমীন গাজী, সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক বাকের হোসেইন, ঢাকা বার অ্যাসোসিয়েশন সভাপতি এডভোকেট ছানাউল্লাহ মিয়া, এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।