ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মাদক নিয়ন্ত্রণে সর্বদলীয় কর্মপরিকল্পনার প্রস্তাব মওদুদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১০
মাদক নিয়ন্ত্রণে সর্বদলীয় কর্মপরিকল্পনার প্রস্তাব মওদুদের

ঢাকা: মাদক নিয়ন্ত্রণে সর্বদলীয় জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণের প্রস্তাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসকাবের কনফারেন্স রুমে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা (বাসাস) আয়োজিত ‘ মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা’ শীর্ষ  আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন।



ব্যারিস্টার মওদুদ বলেন, ‘ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি আসছে। ’

পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের সীমান্ত উন্মুক্ত হয়ে গেছে বলে মত দিয়ে তিনি বলেন,   ‘বাংলাদেশের সীমান্ত রক্ষার এখন কেউ নেই। ’

পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি।

মওদুদ বলেন, ‘মাদক থেকে দেশকে রক্ষা করতে হলে সর্বদলীয় জাতীয় এ্যাকশন প্লান গঠন করতে হবে। ’

বাংলাদেশ সময় ১৮৩৫ ঘণ্টা, ২০ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad