ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চৌধুরী আলম নিখোঁজের পেছনে সরকারের হাত রয়েছে- দেলোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১০
চৌধুরী আলম নিখোঁজের পেছনে সরকারের হাত রয়েছে- দেলোয়ার

ঢাকা: বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকারের নির্লিপ্ততা দেখে মনে হচ্ছে চৌধুরী আলম নিখোঁজ হওয়ার পেছনে তাদের হাত রয়েছে।

ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা চৌধুরী আলমের সন্ধানের দাবিতে সোমবার জাতীয় প্রেসকাবের সামনে অনুষ্ঠিত প্রতীক অনশনে বক্তৃতাকালে তিনি একথা বলেন।



বিএনপি মহাসচিব আরো বলেন, ‘আওয়ামী লীগ রক্ষীবাহিনী সৃষ্টি করে ’৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত যেভাবে দেশ চালিয়েছে এখনও তেমনিভাবে দেশ চালাচ্ছে। ’

অবিলম্বে চৌধুরী আলমকে ফিরিয়ে না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও সরকারকে সতর্ক করেন তিনি।

অনশনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা আর সিলেট সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থক মেয়র ও ওয়ার্ড কাউন্সিলররা অংশগ্রহণ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এমকে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, সহ-সভাপতি সেলিমা রহমান, ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা, টিআইবির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্মমহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদীন ফারুক প্রমুখ অনশনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।