ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শেয়ারাবাজার দুর্নীতিই এ সরকারের পতন ঘটাবে: মওদুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১
শেয়ারাবাজার দুর্নীতিই এ সরকারের পতন ঘটাবে: মওদুদ

ঢাকা: শেয়ারবাজার দুর্নীতিই এ সরকারের পতন ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

রোববার বিকেলে জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে ‘শেয়ার বাজারে ভয়াবহ ধস: ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।



 বৈঠকটির আয়োজন করে জিয়া সেনা নামের একটি সংগঠন।

মওদুদ আহমদ বলেন, ‘বাংলাদেশ জন্মের পর শেয়ারবাজারের মতো এতবড় দুর্নীতি আর কোনও দিন ঘটেনি। এ ঘটনার কারণেই সরকারের পতন ঘটবে। ’

বিএনপি ক্ষমতায় এলে শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন মওদুদ।

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচারের জন্য গণআদালত গঠন করা হবে ও ক্ষতিগ্রস্তদের সাক্ষ্য নিয়ে সরকারের কাছে একটি সুপারিশ উপস্থাপন করা হবে। ’

অপরাধীদের বাঁচানো জন্যই শেয়ার বাজারের ধস তদন্তে কমিটি গঠন করা হয়েছে মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘তদন্ত কমিটির আবরণে শেয়ারবাজার কেলেঙ্কারির বিষয়টি ঢেকে দেওয়া হয়েছে। আর এ কারণে তদন্ত রিপোর্ট প্রকাশের সময় নেওয়া হয়েছে দুই মাস। ’

এ সময় তিনি শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিএনপি ক্ষমতায় এলে শেয়ারবাজার কেলেঙ্কারি নিয়ে পাবলিক হেয়ারিংয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘পাবলিক হেয়ারিংয়ের মাধ্যমে সারা দেশের মানুষকে টিভিতে সরাসরি দেখানো হবে কারা শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত। একই সঙ্গে জনগণের আকাক্সক্ষা অনুযায়ী তাদের বিচার করা হবে। ’

বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে ৩৩ লাখ বিনিয়োগকারীকে পথে বসালেও আমাদের অর্থমন্ত্রীর হাসি বন্ধ হচ্ছে না। ’

খালেদা জিয়ার পরামর্শ অনুযায়ী সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার যদি স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে তাহলে তাদের উচিত মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে সংসদ ভেঙে দেওয়া। ’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিয়া সেনা’র সিনিয়র সহ-সভাপতি একেএম আমিনুল হক।

জিয়া সেনা’র সভাপতি আবদুর রহমান তপনের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রেহেনা আক্তার রানু, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া স¤্রাট প্রমুখ।

বাংলাদেশ সময়:১৮৩৮ ঘণ্টা, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।