ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রেলরায় কিশোরগঞ্জে সিপিবির রেলযাত্রা কর্মসূচি

মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১১

কিশোরগঞ্জ: রেল রা ও রেলকে উন্নত করার দাবিতে শুক্রবার কিশোরগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রেলযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

সিপিবির কেন্দ্রীয় নেতা দিবালোক সিংহ ও লক্ষ্মী চক্রবর্তী দুপুরে ঢাকা থেকে আন্তঃনগর এগারো সিন্ধুর ট্রেনে করে ভৈরব হয়ে কিশোরগঞ্জে আসেন।



এ সময় কিশোরগঞ্জ রেল স্টেশনে জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সিপিবির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা নতুন রেল ইঞ্জিন, বগি, ওয়াগন ও রেললাইন বৃদ্ধিসহ বৈদ্যুতিক ট্রেন চালুর দাবি জানান। পাশাপাশি ট্রেনের সময়-ব্যবস্থাপনা, উন্নত সেবার নিশ্চয়তা, রেলের জমি পুনরুদ্ধার, রণাবেণ, উন্নত প্রশিণের ব্যবস্থাসহ সকল ধরনের দুর্নীতি বন্ধের দাবি জানান।

এর আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতারা কিশোরগঞ্জ আসার পথে ভৈরবসহ বেশ কয়েকটি স্টেশনে আয়োজিত সমাবেশে সংপ্তি বক্তব্য রাখেন।

তারা মন্ত্রী, এমপি ও আমলাদের দীর্ঘ পথে গাড়ির বদলে রেল, বাস ও লঞ্চে যাতায়াতের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।