ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করবে: মোশাররফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১১
বিএনপি ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করবে: মোশাররফ

ঢাকা: বিএনপি ক্ষমতায় গেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস কাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত ‘পিলখানা হত্যাকাণ্ডের দুই বছর: অরক্ষিত সীমান্ত ও বাংলাদেশের সার্বভৌমত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।



খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শুধু ডাল-ভাত প্রকল্পের অসন্তোষ থেকে পিলখানা হত্যাকণ্ড সংগঠিত হয়েছে-এ কথা জাতি বিশ্বাস করে না। এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে। বিএনপি ক্ষমতায় গেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করা হবে। ’

বিডিআর ও সেনাবাহিনীকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘পিলখানায় কোনো বিপ্লব বা অভ্যুথান ঘটেনি। ষড়যন্ত্রের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গত বছরে আমরা সীমান্তে এর প্রতিফলন দেখেছি। ’

বিডিআর বিদ্রোহে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মোশাররফ বলেন, ‘সশস্ত্র অবস্থায় বিদ্রোহীদের সাধারণ ক্ষমার ইতিহাস পৃথিবীতে নেই। কোনো প্রকার বিদ্রোহ সংগঠিত হলে প্রথম দায়িত্ব হচ্ছে বিদ্রোহ দমন করা। ’

তিনি আরও বলেন, ‘আবাহনীর মাঠে সেনাবাহিনীর দুটি ট্যাংক অবস্থান না নিয়ে যদি বিডিআর হেডকোয়াটারের গেটে অবস্থান নিতো তাহলে  বিদ্রোহীরা আত্মসমর্পণ করত। ’

সরকারের উদ্দেশ্যে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সত্যিকার অর্থে যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাদের অবিচল আস্থা থাকে ও সংসদ কার্যকর করতে চান, তাহলে বিডিআর বিদ্রোহ নিয়ে যে মূলতবি প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো নিয়ে সংসদে আলোচনা করার সুযোগ দিন। ’

সরকার জাতীয় সংসদকে কার্যকর করতে চায় না উল্লেখ করে তিনি বলেন, ‘ সরকার বিরোধী দলকে সংসদে আনতে চায় না। কারণ বিরোধী দল সংসদে গেলে টিপাইমুখ ও বিডিআর বিদ্রোহ নিয়ে কথা বলবে। ’

সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনেরও দাবি জানান বিরোধী দলের চিফ হুইপ। তিনি বলেন, সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন দিন। আমরা ক্ষমতায় গিয়ে দেখিয়ে দেব বিডিআর বিদ্রোহের বিচার কীভাবে করতে হয়। ’

ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এমপি, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাম্মি আকতার এমপি, শ্যামা ওবায়েদ ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।