ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কথা বলার পরিবেশ সৃষ্টি করলে সংসদে যাবো: ফারুক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১
কথা বলার পরিবেশ সৃষ্টি করলে সংসদে যাবো: ফারুক

ঢাকা: বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি সংসদে যেতে চায়। কিন্তু সরকারই তাদের সংসদে যেতে দিতে চায় না।

সরকার কথা বলার পরিবেশ সৃষ্টি করলে তারা অবশ্যই সংসদে যাবে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসকাবের সামনে ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদের উপর আওয়ামী লীগ কর্মীদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, সংরক্ষিত আসনের সাংসদ শাম্মী আকতার, নিলুফার চৌধুরী মনি, রেহানা আকতার রানু প্রমুখ।

ফারুক বলেন, ‘জাতীয় সংসদ কারো একার নয়। সেখানে আমরা ১৬ কোটি মানুষের দু:খ দুর্দশার কথা বলতে চেয়েছি। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা ও তার বিরুদ্ধে মিথ্যা মামলার বিষয়ে কথা বলতে চেয়েছি। কিন্তু সংসদে আমরা কথা বলতে পারি না। ’

তিনি বলেন, ‘আমরা সংসদে যেতে চাই। সংসদে যাবো। দেশের মানুষের সমস্যার কথা বলবো। আমাদের দেওয়া মুলতবি প্রস্তাবের উপরে আমাদের আলোচনা করতে দিতে হবে। আমরা যে নোটিশ দিয়েছি সেই নোটিশে আমাদের আলোচনা করতে দিতে হবে। ’

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘এখন সংসদ সদস্যদের উপর হামলা করা হচ্ছে। বাড়িতে ডাকাতি হচ্ছে। তাদের পরিবার পরিজনদের অপহরণ করা হচ্ছে। গত দুই বছর ধরে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলে আসছেন,দেশের মানুষ কষ্টে আছে। আর গতকাল (বুধবার) প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজেই বললেন-দেশের মানুষ কষ্টে আছে।   এতদিনে তিনি দেশের মানুষের কষ্ট বুঝতে পেরেছেন। ’  

তিনি বলেন, ‘লিবিয়াতে হাজার হাজার শ্রমিক না খেয়ে আছে। অথচ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি হাসতে হাসতে বলছেন-আমরা চেষ্টা করছি তাদের ফিরিয়ে আনতে। ’

এ সময় সাংসদ নাজিম উদ্দিনের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।