ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মহাজোটে থাকা না থাকা প্রসঙ্গে সময়মতো সিদ্ধান্ত নেবো: এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১
মহাজোটে থাকা না থাকা প্রসঙ্গে সময়মতো সিদ্ধান্ত নেবো: এরশাদ

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘এখনো মহাজোটে আছি। তবে সময় মতো সঠিক সিদ্ধান্ত দেব।

এর আগে আমাকে একটি শক্তিশালী জাতীয় পার্টি উপহার দাও। ’

বৃহস্পতিবার দুপুরে বনানীস্থ জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জাতীয় পার্টির ঢাকা মাহনগর উত্তর শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

এরশাদ বলেন, ‘মহাজোট সরকারের নানা ব্যর্থতা নিয়ে জনগণ যখন কথা বলে, তখন শরিক হিসেবে তার দায় আমাদের ওপরও চাপে। তবে মহাজোটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এখোনো আসেনি। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। ’

অপরদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী প্রবীণ রাজনীতিক কাজী জাফর আহমেদ বলেছেন, ‘রাজনীতিতে নতুন মেরুকরণ হবে এবং সেই মেরুকরণে হুসেইন মুহম্মদ এরশাদই হবেন মধ্যমণি। ’

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফায়সাল চিশ্তীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও অংশ নেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, অধ্যাপক দেলোয়ার হোসেন, এম এ হান্নান, তাজুল ইসলাম চৌধুরী, নূরে হাসনা লিলি চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।