ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

এরশাদের সঙ্গে ব্রিটিশ সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বুধবার সৌজন্য সাক্ষাৎ করেছে সফররত ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সংসদীয় প্রতিনিধি দল।

এদিন দুপুরে বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে এরশাদের শাসনামলে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বন্ধুতাপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরেন সফররত প্রতিনিধি দল।

তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কনজারভেটিভ পার্টির এমপি টবিয়াসেল উড।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদ হাসানও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।