ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বুদ্ধিবৃত্তিক অসততার বহি:প্রকাশ: সংবিধান পুনর্মুদ্রণ প্রসঙ্গে রফিকুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১
বুদ্ধিবৃত্তিক অসততার বহি:প্রকাশ: সংবিধান পুনর্মুদ্রণ প্রসঙ্গে রফিকুল ইসলাম

ঢাকা: সংবিধান পুনর্মুদ্রণকে বুদ্ধিবৃত্তিক অসততার চরম বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

বুধবার রাজধানীর মাওলানা ভাসানী মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত ‘সাংবাদিক মাহমুদুর রহমান কারাগারে কেন’ শীর্ষক আলোচনা সাভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য।



ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, ‘সুপ্রিম কোর্ট পঞ্চম সংশোধনী মামলায় সংবিধানের ৮টি অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশ দিয়েছে। কিন্তু আইন মন্ত্রণালয় সেই নির্দেশ অমান্য করে ৫০টি অনুচ্ছেদ পরিবর্তন-বিবর্তন করেছে। এটি বুদ্ধিবৃত্তিক অসসততার চরম বহিঃপ্রকাশ। ’

নির্বাচিত সরকার হলেই জনগণের সরকার হয় না মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচিত সরকার হলেই যে জনগণের সরকার হয় না আওয়ামী লীগ তার প্রকৃষ্ট উদাহরণ। ’

পুঁজিবাজার কেলেঙ্কারি প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের মদদে কতিপয় লোক পুঁজিবাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে লাখ লাখ বিনিয়োগকারীকে পথে বসিয়েছে। মাহমুদুর রহমান এ সব অন্যায়ের প্রতিবাদ করতে পারে ভেবেই সরকার তাকে জেলে পুরে রেখেছে। ’

জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।