ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সংবিধান পুর্নমুদ্রণ রাষ্ট্রদ্রোহিতার শামিল: এমকে আনোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১
সংবিধান পুর্নমুদ্রণ রাষ্ট্রদ্রোহিতার শামিল: এমকে আনোয়ার

ঢাকা: সংবিধান পুনর্মুদ্রণকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে দৈনিক আমার দেশ পত্রিকার কারাবন্দি সম্পাদক মাহমুদুর রহমানের দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



এমকে আনোয়ার বলেন, ‘সংবিধানের পঞ্চম সংশোধনীর ৪১টি অনুচ্ছেদের মধ্যে সুপ্রিম কোর্ট ১০ অনুচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পুনর্মুদ্রিত সংবিধানে ৫০টি অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে। সুতরাং সংবিধান পুনর্মুদ্রণের মাধ্যমে সরকার জনগণের সঙ্গে যে প্রতারণা করেছে তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। ’

তিনি বলেন, ‘সংবিধানের এতো কিছু পরিবর্তন হলেও পঞ্চম সংশোধনিতে বিচাপতিদের স্বার্থ সংশ্লিষ্ট যে ধারাগুলো সংযোজিত হয়েছিল সেগুলোর কোনো পরিবর্তন আনা হয়নি। ’

সরকার প্রশাসনসহ সর্বস্তরে দলীয়করণ করেছে অভিযোগ তুলে এমকে আনোয়ার বলেন, ‘এ সরকার ক্ষমতায় আসার পর বিচার বিভাগসহ সর্বস্তরে দলীয়করণের এক ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে। ’

সাংবাদিক আতাউস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শফিক রেহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, লেখক ফরহাদ মযহার, কবি হাসান হাফিজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad