ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদার সঙ্গে ব্রিটিশ গ্রুপের সাক্ষাৎ বুধবার

যাবেন পাকিস্তানের বিদায়ী হাই কমিশনারও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১
যাবেন পাকিস্তানের বিদায়ী হাই কমিশনারও

ঢাকা: কনজারভেটিভ দলীয় ব্রিটিশ এমপি টবিয়াস এলিউডের নেতৃত্বে একটি গ্রুপ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করবেন।

এই গ্রুপে কনজারভেটিভ পার্টির আরেক নেতা জেমস এন্ডারসন ও ইসলামিক ফোরাম ইউরোপ (আইএফই) এর মেহফুজ আহমদও রয়েছেন।



গত শনিবার বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ছেড়ে আসা গ্রুপটি প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সঙ্গেও দেখা করার চেষ্টা করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সফররত গ্রুপটি খালেদা জিয়ার সঙ্গে চলমান রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবে বলে জানা গেছে।

এদিকে পাকিস্তানের বিদায়ী হাই কমিশনার আশরাফ কোরেশী রাত ৯টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে চেয়ারপারসনের কার্যালয় সূত্র।

এ সময় পাকিস্তান হাই কমিশনারের সঙ্গে তার স্ত্রী ও ডেপুটি হাই কমিশনার থাকবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা,  ফেব্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।