ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কাঁটাতারে ঝুলন্ত ফেলানির ছবিই আ’লীগের জন্য কাল হবে: হান্নান শাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১
কাঁটাতারে ঝুলন্ত ফেলানির ছবিই আ’লীগের জন্য কাল হবে: হান্নান শাহ

ঢাকা: ‘৭৪’ এর দুর্ভিক্ষে বাসন্তির ছবি যেমন আওয়ামী লীগের জন্য কাল হয়েছিল, তেমনি ফেলানীর ছবিও আওয়ামী লীগের জন্য কাল হবে। ’ এ কথা বলেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।



মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘পিলখানা হত্যাকাণ্ড: সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসম হান্নান শাহ বলেন, ভারত সীমান্তে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর ছবি আওয়ামী লীগের জন্য কাল হবে।

ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে দুর্বল করার জন্য বিডিআরকে ধ্বংস করা হয়েছে অভিযোগ করে হান্নান শাহ বলেন, ‘আমাদের বিডিআর বাহিনী আগের মতো নেই। আগের মতো থাকলে ফেলানীর লাশের পাশে বিএসএফ দাঁড়িয়ে বিড়ি ফঁকতে পারতো না। ’

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য সরকারের কাছে ছিলো এমন দাবি করে বিএনপি নেতা বলেন, ‘সে কারণেই প্রধানমন্ত্রী ওইদিন পিলখানার দরবারে যাওয়ার কথা থাকলেও তিনি জাননি। ’

বিএনপি ক্ষমতায় গেলে বিডিআর হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডের বিচার করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এ সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। তা না হলে জনগণ বিএনপিকে ক্ষমা করবে না। ’

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘পিলখানা হত্যাকান্ডের ঘটনার পর সরকার কাউকে বরখাস্ত করেনি। বিদ্রোহের বিচার হচ্ছে, কিন্তু হত্যাকান্ডের বিচার হচ্ছে না। জেনারেল মইন উ আহমেদকে বরখাস্ত বা তিরস্কারও সরকারের পক্ষ থেকে করা হয়নি। মূলত, প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে ঘটনাটি ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করছেন। ’

বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘পিলখানা হত্যাকান্ডের রহস্য উদঘাটনে বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় কমিটি গঠনের দাবি জানানো হয়েছিলো। কিন্তু সরকার সে কথা কানে নেয়নি। ’

তিনি বলেন, ‘জাতির বিভিন্ন দুর্যোগে সেনাবাহিনী ডাকা হলেও দুদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চললেও সেনাবাহিনী ডাকা হয়নি। এ থেকেই বোঝা যায় বিষয়টি অত্যন্ত পরিকল্পিত ছিল। ’

লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরও অংশ নেন বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উইং কমান্ডার এম হামিদুল্লাহ খান, বিডিআরের সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) আ ন ম ফজলুর রহমান, সাংবাদিক ওবায়দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামিদুল্লাহ আল মেহেদী।

বাংলাদেশ সময়:১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।