ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে সরকারকে কৈফিয়ত দিতে হবে: তোফায়েল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১
আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে সরকারকে কৈফিয়ত দিতে হবে: তোফায়েল

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যে অঙ্গীকার নিয়ে মহাজোট সরকার ক্ষমতায় এসেছিল তা সম্পূর্ণ বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। ’

তিনি আর বলেন, ‘আগামী তিন বছরে জাতির আশা-আকাক্সক্ষা পূরণ করতে না পারলে সরকারকে জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে।



সোমবার বিকেলে জাতীয় প্রেসকাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে জাতীয় পার্টি (জেপি) এ আলোচনা সভার আয়োজন করে।

রাজনীতিকে এখন রাজনৈতিক গতিতে চলতে দেওয়া হয় না মন্তব্য করে তোফায়েল আহমেদ  বলেন, ‘এখন আর কাউকে নেতা হওয়ার জন্য জেলে যেতে হয় না। মন্ত্রী হওয়ার জন্য তৃণমূল থেকে রাজনীতি করে উঠে আসতে হয় না। এখন উপর  থেকে এসেই  নেতা ও মন্ত্রী হওয়া যায়। ’

বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘সারাবিশ্ব উদ্বোধনী অনুষ্ঠানের প্রশংসা করলেও বিরোধী দল তা নিয়ে সমালোচনা করছে। আসলে সমালোচনা করা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। ’

সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে ’৭২ এর সংবিধানে ফেরার প্রত্যয় ব্যক্ত করে তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচনের অঙ্গীকার পূরণ করতেই আমরা ’৭২ এর সংবিধানে ফিরে যাবো। দ্রুত সম্পন্ন করবো যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম। ’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে (ডাকসু) গত ২০ বছর নির্বাচন না হওয়ায় ছাত্র নেতৃত্ব বেরিয়ে আসছে না বলেও মন্তব্য করেন ডাকসুর এই সাবেক ভিপি।

জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কর্নেল ডা. আব্দুল লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. অধ্যাপক মোস্তফা চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মহিলা পার্টির সাধারণ সম্পাদক নাজমুন নাহার বেলি, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক হারুনুর রশিদ হারুন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক সিদ্দিকী।
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।