ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

অন্য ধর্মাবলম্বীরাও যাতে নিজেদের মতো সংবিধান পাঠ শুরু করতে পারে তা খেয়াল রাখা হবে: সুরঞ্জিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১
অন্য ধর্মাবলম্বীরাও যাতে নিজেদের মতো সংবিধান পাঠ শুরু করতে পারে তা খেয়াল রাখা হবে: সুরঞ্জিত

ঢাকা: সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম যোগ করতে গিয়ে তৎকালীন রাষ্ট্রপ্রধান জিয়া ও এরশাদ এর স্বকীয়তাই নষ্ট করেছেন বলে অভিযোগ আইন, বিচার ও সংসদ বিয়ষক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তর।

সোমবার জাতীয় প্রেসকাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় যুব সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।



তিনি বলেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহ” থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু তা জাতিকে বিভাজন করে নয়। ’

সুরঞ্জিত বলেন, ‘এ দেশে অন্য ধর্মের লোকও আছে। তারাও যাতে তাদের নিজ ধর্ম অনুযায়ী শুরু করতে পারে, তাদের অধিকারও যাতে রক্ষিত হয় সেদিকে খেয়াল রাখা হবে। ’

বাংলাদেশ শিশু একাডেমীতে আয়োজিত অপর এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ধর্ম নিরেপক্ষতা মানে ধর্মহীনতা নয়, বরং সকল ধর্মের সমান অধিকার। আমাদের সংবিধানে যে ধর্ম নিরপেক্ষাতার বিষয়টি ছিল তা শুধু জিয়া একাই নয় বরং এরশাদও নষ্ট করেছেন। ’

তিনি আরও বলেন, ‘৭২ এর সংবিধানের মূল চেতনা অনুসারে সংবিধান আমরা পুনঃস্থাপন করবো। কারণ আমরা সংবিধান সংশোধনের নামে আবার অন্ধকারে নিমজ্জিত হতে চাই না। ’

সুরঞ্জিত বলেন, সংবিধানে যেসব অ্যাটম বোমা তারা রেখে গেছেন, ভাষাভিত্তিক চেতনার ভিত্তিতে সংবিধানে অসাম্প্রদায়িকতা পুনর্প্রতিষ্ঠা করে সেগুলোকে আমরা নিষ্ক্রিয় করবো।

তিনি বলেন, ‘ভাষাভিত্তিক জাতীয়তাবাদে ফিরে যাওয়ার সময় এসেছে। কোনো অবস্থায় একুশের অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে আপোষ করা যাবে না। আবারও যাতে কোনো মৌলবাদী শক্তি এদেশের মূল চেতনার উপর কুঠার আঘাত হানতে না পারে সেই চেষ্টা করে যাচ্ছে সরকার। ’

অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, ‘যারা ভাষা আন্দোলনের বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা সবাই একই শক্তির পক্ষের। এরা বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যায়নি। বর্তমান সরকার যদি ব্যর্থ হয় তবে বাংলা হবে পাকিস্তান আফগানিস্তান। তাই বুকের রক্ত দিয়ে হলেও এই অপচেষ্টা আমরা রুখবো। ’

সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, অ্যাডভোকেট রহমত আলী এমপি, আশরাফুন্নেসা এমপি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ফের্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।