ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করবেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১
বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করবেন খালেদা

ঢাকা: বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকতাদের কবর জিয়ারত ও তাদের রুহের মাগফিরাত কামনা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দলীয় সূত্র জানিয়েছে, আগামী ২৫ ফ্রেরুয়ারি বনানী কবরস্থানে ফুল দিয়ে প্রয়াত সেনা কর্মকর্তাদের শুভেচ্ছা জানাবেন তিনি।

এ সময় বিএনপির সিনিয়র নেতারা তার সঙ্গে থাকবেন।
 
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফ্রেরুয়ারি পিলখানায় বিদ্রোহী বিডিআর সদস্যরা ৫৭ সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে। কিছু লাশ ভাসিয়ে দেয় ড্রেনে। আর অধিকাংশই দু’টি গণকবরে মাটি চাপা দেয়। এ ঘটনায় ৪ জন সৈনিক ও ২ জন বেসামরিক লোকও নিহত হন।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।