ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শাহজাদপুরে ১৪৪ ধারা জারির নিন্দা বিএনপি মহাসচিবের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

ঢাকা: সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়ীতে স্থানীয় বিএনপি’র পূর্বঘোষিত সভাস্থলে একই সময়ে আওয়ামী লীগের পাল্টা সভা আহবানের পর ১৪৪ ধারা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন।

রোববার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘রবীন্দ্র কাচারী বাড়ীতে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিল শাহজাদপুরের উপজেলা বিএনপি।

’ কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা প্রতিহিংসামূলকভাবে একই স্থানে পাল্টা সভা করার ঘোষণা দিলে স্থানীয় প্রশাসন আওয়ামী লীগের সঙ্গে একাত্ম হয়ে বিএনপির সভা বানচাল করার লক্ষ্যে ১৪৪ ধারা জারি করে। ’

শাহজাদপুরের ঘটনাকে সরকারের ষড়যন্ত্র ও চক্রান্তের ধারাবাহিক ঘটনা বলে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দেলোয়ার।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।