ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপি কোনো জাতীয়তাবাদী দল নয়: এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১
বিএনপি কোনো জাতীয়তাবাদী দল নয়: এরশাদ

ঢাকা: বিএনপি কোনো জাতীয়তাবাদী দল নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির  চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



ব্রহ্মণবাড়িয়ার নবীনগর উজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরের নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপি নেতাদের জাতীয় পার্টিতে যোগদানের কারণ ব্যাখা করতে গিয়ে এরশাদ বলেন, ‘বিএনপি নয়, জাতীয়তাবাদী শক্তি বলতে জাতীয় পর্টিকেই বোঝায়। ’

তিনি বলেন, ‘যে দলের সঙ্গে স্বাধীনতা বিরোধীরা থাকে সে দলকে জাতীয়তাবাদী দল বলা যায় না। ’

নোবেল বিজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা না করার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করায় দেশের ভাবমূর্তি ক্ষণœ হচ্ছে। ’

নির্বাচন পদ্ধতি পরিবর্তনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে হেরে গেলেই কারচুপির অভিযোগ ওঠে। সুতরাং যে পদ্ধতিতে নির্বাচন করলে কারচুপির অভিযোগ উঠবে না, সেই পদ্ধতি অবলম্বন করা উচিত। ’

নবীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল্লাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও জাতীয় পার্টিতে নতুন যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা কাজী মানুম।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad