ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দুই দলের নেতারাই ১/১১র কুশীলবদের উৎসাহিত করেছিল: ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১
দুই দলের নেতারাই ১/১১র কুশীলবদের উৎসাহিত করেছিল: ওবায়দুল কাদের

ঢাকা: দুই দলের রাজনৈতিক নেতারাই ১/১১র কুশীলবদের উৎসাহিত করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ওই সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়ার একে অপরের বিরুদ্ধে বিষেদাগার করেছেন।

এতে ১/১১র কুশিলবরা উৎসহি হয়ে ওঠে এবং পরবর্তীতে আড়াল থেকে সামনে চলে আসেন। ’

ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক নেতারাই রাজনীতির সুনাম নষ্ট করেছে। ’

তিনি আরো বলেন, ‘এখনো দলে পদ পেতে রাজনৈতিক নেতারা গোয়েন্দা সংস্থার রিপোর্টকে নিজেদের পক্ষে আনতে চেষ্টা তদবির করে যাচ্ছেন। ’

তিনি প্রশ্ন করেন, ‘রাজনীতিবিদরা যদি ঘণ্টার পর ঘণ্টা ব্যবসায়ীদের অফিসে চাঁদার টাকার জন্য বসে থাকে তাহলে তাদের মর্যাদা থাকে কোথায়?’

রোববার শাহাবাগের পাবলিক লাইব্রেরির সেমিনার হলে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজিত ‘ভাষা আন্দোলন ও মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাষা সৈনিক আব্দুল মতিন, ভাষা সৈনিক ডা. মির্জা মাজহারুল ইসলাম, ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।