ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজনীতিতে এখন সত্য কথা বলা যায় না : আবদুল জলিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১
রাজনীতিতে এখন সত্য কথা বলা যায় না : আবদুল জলিল

ঢাকা : ‘রাজনীতিতে এখন সত্য কথা বলা যায় না। সত্য কথা বললে যে নির্যাতন নেমে আসে, তা প্রতিরোধের মতা  রাজনীতিবিদদের নেই।



শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে মাহমুদুর রহমান মান্নার লেখা ‘বাংলাদেশের ছাত্র রাজনীতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ বইয়ের প্রকাশনা উৎসবে  আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক  আবদুল জলিল একথা বলেন।

তিনি বলেন, রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। রাজনীতি চলে গেছে ব্যবসায়ী ও টাকাওয়ালাদের হাতে। এর থেকে বেরিয়ে আসতে না পারলে রাজনীতির ভবিষ্যৎ ভালো হবে না ।

‘দলাদলির চাপে রাজনৈতিক মূল্যবোধ এখন পদদলিত হচ্ছে বলে’ তিনি মন্তব্য করেন।


আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমদ বলেন, ‘প্রতিবছর ২১ মার্চের মধ্যে ছাত্রলীগের নির্বাচন হতো। ডাকসু নির্বাচনও নিয়মিত হতো। সেই সময় নেতা হতে হলে আন্দোলন সংগ্রাম ও ত্যাগ করতে হতো। নেতা হওয়ার আগে জাতীয় রাজনীতিবিদরা আমাদেরকে চিনতো না। এখন  ইচ্ছা করলেই  নেতা হওয়া যায়। ’
 বিশ্ববিদ্যালয়গুলোকে আবারো নেতৃত্ব তৈরির কারখানা করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানের অতিথি আওয়ামী লীগের প্রবীণ সংসদ সদস্য ও উপদেষ্টা মন্ডলীর সদস্য   সুরঞ্জিত সেনগুপ্ত বলেন , সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন  এবং জবাবদিহিতা   । এখন বিতর্ক করা হারাম হয়ে গেছে।  

তিনি বলেন, ‘ছাত্র সংগঠনের নির্বাচন তাদেরকেই করতে দিন। তাহলেই ছাত্ররা গণতন্ত্রের মূল্যবোধ ফিরিয়ে আনতে পারবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘জাতীয় রাজনীতি দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে এগুচ্ছে।   ছাত্ররাজনীতিও একইপথে এগুচ্ছে। ’

একারণেই ছাত্ররাজনীতিতে সংকট পিছু ছাড়ছে না। আজকের ছাত্র রাজনীতি দূরারোগ্য রোগে ভুগছে  বলে উল্লেখ করেন তিনি ।


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আমাদের সময়ে মফস্বলের স্কুল-কলেজ থেকে পড়াশুনা করেও বিশ্ববিদ্যালয়ে আসা অনেক সহজ ছিল। এখন উচ্চ ও উচ্চ মধ্যবিত্ত ঘরের ছেলে-মেয়েরাই বিশ্ববিদ্যালয়ে বেশি আসে। ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীকে  মিশরের জনগণের মতো রাস্তায় নেমে এসে ক্যাডারদের প্রতিহত করার আহবান জানান তিনি ।

ডাকসুর সাবেক ভিপি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘ছাত্র রাজনীতিতে লেজুড়বৃত্তি রোধ করা না গেলে বর্তমান অবয় রোধ করা যাবে না। ’

বইয়ের লেখক মাহমুদুর রহমান মান্না বলেন,‘নৈতিক অবয়ের কারণে এখন রাজনৈতিক নেতৃবৃন্দ  অন্যকে গালাগাল দেয়। ’

তিনি বলেন, ‘আমাদের সময়ে আদর্শের পার্থক্য ছিলো। সেজন্য আমারা কারও মাথা ফাটাতাম না। ’

বাংলাদেশ সময় : ১৯০৪ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad