ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পটুয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটির ৮ নেতার পদত্যাগ

মুজাহিদ প্রিন্স, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

পটুয়াখালী: পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত ১৩  সদস্যের নতুন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিলনসহ ৮ জন  নেতা পদত্যাগ করেছেন।  

শুক্রবার বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নতুন কমিটির সাধারণ সম্পাদক (পদত্যাগী) মশিউর রহমান মিলন।

সংবাদ সম্মেলনে অন্য ৭ পদত্যাগী নেতার পক্ষে মিলন বলেন, ‘দলের শৃঙ্খলা ও স্বার্থবিরোধী চিহ্নিত আওয়ামী পরিবারের সদস্য অছাত্র এক সন্তানের জনক গাজী আশফাকুর রহমান বিপ্লবকে সভাপতি করে পটুয়াখালী জেলা ছাত্রদলের নতুন ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করায় আমরা বিস্মিত হয়েছি!’

তিনি বলেন, ‘আমরা আগামী দিনে দলকে সুসংগঠিত ও আন্দোলন সংগ্রামে নেতৃত্বের জন্য সৎ, যোগ্য ও পরীতি এবং দলের জন্য নিবেদিত কর্মীদের সমন্বয়ে একটি নতুন কমিটি ঘোষণার জন্য দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি জোর দাবি জানাচ্ছি। ’

সংবাদ সম্মেলনে পদত্যাগী ছাত্রদল নেতা মিলন বলেন, ‘আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি অবিচল আস্থা রেখে ওই গাজী আশফাকুর রহমান বিপ্লবের নেতৃত্বে জেলা ছাত্রদলের কোনো পদে অধিষ্ঠিত না থেকেই ছাত্রদলের সব ধরনের কার্যক্রম চাািলয়ে যাবো। ’

সংবাদ সম্মেলনে পদত্যাগী অন্য ৭ নেতা সহ-সভাপতি আনিচুর রহমান আনিচ, এনায়েত হোসেন মোহন ও তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মো. মিজানুর রহমান ও হুমায়ুন কবির সোহাগ, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন সুজনসহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।