ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

মাধবদীতে বিএনপির অনুষ্ঠান মঞ্চ দখল করে নিয়েছে পুলিশ

মোর্শেদ শাহরিয়ার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১
মাধবদীতে বিএনপির অনুষ্ঠান মঞ্চ দখল করে নিয়েছে পুলিশ

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে অনুমতি থাকার পরও স্থানীয় পুলিশ বিএনপির একটি সংবর্ধনা অনুষ্ঠান করতে দেয়নি।

মঞ্চ ও মাইক দখল করে নিয়ে তারা অনুষ্ঠানটি ভণ্ডল করে দেয়।

শুক্রবার বিকেলে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ অভিযোগ করেছে জেলা বিএনপি।

এ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপি সভাপতি, সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, ‘শুক্রবার বিকেল ৩টায় মাধবদীর স্থানীয় একটি স্কুল মাঠে সদর বিএনপি এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু দুপুরেই সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ও মাইক পুলিশ দখল করে নেয়। আমাদের কোনো নেতা-কর্মীকে সেখানে যেতে দেওয়া হয়নি। ’

তিনি বলেন, ‘এ সরকার মুখে গণতন্ত্রের কথা বলে। আর কাজে ও  বাস্তবে স্বৈরাচারী আচরণ করছে। এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে বেশি দিন মতায় টিকে থাকতে দেবে না সাধারণ জনগণ। ’

সংবাদ সম্মেলনে নরসিংদী সদর বিএনপি সভাপতি সমীর ভূঁইয়া বলেন, ‘মাধবদী পৌরসভা ও পুলিশ ফাঁড়ির অনুমতি থাকার পরও কী কারণে সংবর্ধনা অনুষ্ঠান করতে দেয়নি এবং মঞ্চ ও মাইক দখল করে নিয়েছে পুলিশ তা  জানে না। ’

তিনি বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে হরতাল চলাকালে নরসিংদীতে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে ব্যাপক লাঠিচার্জ করে। এ সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনসহ ২০ নেতা-কর্মী আহত হন। কিন্তু পরে পুলিশ বাদী হয়ে জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনসহ বিএনপির ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় একটি মিথ্যা মামলা করে। ’

সমীর ভূঁইয়া বলেন, ‘মামলায় ৬ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে  পাঠানো হয়। পরে হাইকোর্টের বিচারপতি আব্দুল ওহাব ও বিচারপতি খসরুজ্জামান বিএনপির শিা বিষয়ক সস্পাদক খায়রুল কবির খোকনসহ ১০ নেতাকর্মীর জামিন দেন।

তাদের জামিন পাওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলে পুলিশ তা করতে দেয়নি। ’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, স্থানীয় জেলা বিএনপির সাধারণ সস্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সস্পাদক দ্বীন মোহাম্মদ দীপু, কেন্দ্রীয় তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।