ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জমির, আখতার, দেলোয়ারের দুর্নীতির মামলা: তদন্ত প্রতিবেদন ৪ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১
জমির, আখতার, দেলোয়ারের দুর্নীতির মামলা: তদন্ত প্রতিবেদন ৪ মে

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং সাবেক হিসাব রণ কর্মকর্তা আশরাফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা পাঁচটি দুর্নীতির মামলায় তদন্ত প্রতিবেদনের জমা দেওয়ার তারিখ পিছিয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম বেগম কামরুন্নাহার রুমি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য ৪ মে দিন ধার্য করেছেন।



গত বছরের ২৮ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানায় দুদকের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খান ও উপ সহকারী পরিচালক এসএম খবির উদ্দিন বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad