ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সংসদে যোগ দিতে আমরা প্রস্তুত: ফারুক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১
সংসদে যোগ দিতে আমরা প্রস্তুত: ফারুক

ঢাকা: বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সংসদে যোগ দিতে চাইলৈই তো হবে না। সংসদে যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে।



বাংলানিউজকে তিনি আরও বলেন, আমরা সংসদে যোগ দিতে প্রস্তুত। সময় ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হলেই যোগ দেবো। যে কোনো সময় আমরা সংসদে যেতে পারি। তবে এটা নির্ভর করছে সরকারের আন্তরিকতার উপর।

নব্বই দিন পর সদস্যপদ নিয়ে সমস্য দেখা দিলে আপনারা কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সময় হলেই দেখবেন কি করি। ’

‘আপনারা চলতি অধিবেশনের দ্বিতীয় সেশনে যোগ দিচ্ছেন বলে শোনা যাচ্ছে’ একথার জবাবে তিনি বলেন, ‘এমন কোনো নির্দেশ এখনও পাইনি দলের নেত্রীর কাছ থেকে। সুতরাং যোগ দিচ্ছি এ বিষয়টি এই মুহূর্তে বলা মুশকিল। ’

বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, ‘আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও সংসদে যেতে চান। তিনি দেশ ও জনগণের সমস্যার কথা তুলে ধরতে চান। কিন্তু আমরা যখনই সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেই তখনই সরকার আমাদের সংসদে না যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে। ’

তিনি বলেন, ৭ জানুয়ারির হরতালে আমাদের নেতাকর্মী, সংসদ সদস্যদের ওপর কিভাবে নির্যাতন হয়েছে আপনারাই দেখেছেন। মহিলা সংসদ সদস্যদের নির্যাতন করেছে। এ ব্যাপারে আমরা প্রতিবাদ জানিয়েছি। স্পিকারের কাছে বিচার চেয়ে স্মারকলিপি দিয়েছি। আশা করি স্পিকার ব্যবস্থা নেবেন। ’

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।