ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মাদারীপুরে বিএনপির দু’গ্রুপে সংর্ঘষ: দৌড়ে পালাতে গিয়ে নিহত ১

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১
মাদারীপুরে বিএনপির দু’গ্রুপে সংর্ঘষ: দৌড়ে পালাতে গিয়ে নিহত ১

মাদারীপুর: মাদারীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বুধবার সন্ধ্যায় একজন গুরুতর আহত ও অপর একজন দৌড়ে পালাতে গিয়ে নিহত হয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়ূম আলী সরদার জানান, ঢাকায় ছাত্রদলের নতুন কমিটির পক্ষে বিএনপি মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহানের গ্রুপ একটি আনন্দ মিছিল বের করে।

অপরদিকে জেলা বিএনপির সভাপতি আবু মুন্সি গ্রুপ কমিটির বিপক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করলে শহরের ডিসি ব্রিজ এলাকায় সংর্ঘষ বাধে।

এসময় জাহান্দার আলী জাহানের গ্রুপের রনিকে (২৫) অপর গ্রুপ কুপিয়ে জখম করে। তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে, পরে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় র‌্যাবের গাড়ির শব্দ পেয়ে উভয় পক্ষ দৌড়ে পালাতে গেলে কলেজ রোড এলাকায় প্রথমে একটি গাছের সাথে, পরে দেওয়ালে সাথে ধাক্কা খেয়ে পানিছত্র এলাকার কুদ্দুস খানের ছেলে পারভেজ খান (৩২) গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।