ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নাজমুল হুদার বহিস্কারাদেশ প্রত্যাহার হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১
নাজমুল হুদার বহিস্কারাদেশ প্রত্যাহার হচ্ছে

ঢাকা: ব্যারিস্টার নাজমুল হুদার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে বলে দলের একটি সুত্র জানিয়েছে।



সুত্র জানায়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ব্যাপারে বিএনপি থেকে একটি ইঙ্গিত দিয়ে ব্যারিষ্টার নাজমুল হুদাকে কথাবার্তা কম বলতে বলা হয়েছে।
 
তিনি বহিষ্কারের আগে বিএনপির কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সভাপতি ছিলেন।

আইনজীবীদের মধ্যে নাজমুল হুদার দুই শতাধিক অনুসারী রয়েছেন যারা তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হলে বিএনপি সমর্থিতদের পক্ষে কাজ করবে ও বিজয় নিশ্চিত হবে এই প্রত্যাশা থেকেই তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে বলে জানায় সূত্র।
 
এ ব্যাপারে ব্যারিস্টার নাজমুল হুদার কাছে জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, ‘আমি কিছু জানি না। তবে আমি বিএনপিতে আছি আগামী দিনেও থাকবো, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করবো। ’

তিনি আরও বলেন, ‘ম্যাডামের আমার উপর বিশ্বাস আছে। আমি খুবই আশাবাদী যেকোন সময় আমার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হবে। ’

তবে এ ব্যাপারে দলের একজন সিনিয়র নেতার কাছে জানতে চাইলে কোন মন্তব্য রাজি হননি।
তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বাংলানিউজকে বলেন, এটা আমার বিষয নয় আমার এখানে দল কি করবে সে সর্ম্পকে আমি জানি না।

২০১০ সালের ২১ নভেম্বর নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিএনপি’র স্থায়ী কমিটি।

বাংলাদেশ সময় ২৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।