ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সুপ্রীম কোর্ট বার সমিতি নির্বাচন

সভাপতি ও সম্পাদকসহ ১২ জনের নাম ঘোষণা করলেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

ঢাকা: সুপ্রীম কোর্ট বার সমিতির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি সমর্থিত প্যানেলের ১২ জনের নাম ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার রাতে তার গুলশান কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে বৈঠকের পর তিনি তাদের নাম ঘোষণা করেন।

তবে অপর দুই জনের নাম এখনো ঘোষণা করা হয়নি।  

খালেদা জিয়ার ঘোষণা অনুযায়ী সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে একই পদে আবারো মনোনয়ন দেন খালেদা।

এছাড়া ভাইস-প্রেসিডেন্ট পদে অ্যাডভোকেট ইব্রাহীম মোল্লা, অ্যাডভোকেট আসাদুল্লাহ, ট্রেজারার পদে অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নী, এসিট্যান্ট সেক্রেটারি পদে অ্যাডভোকেট আব্দুর নুর তরু, সদস্য পদে অ্যাডভোকেট এএসএম মুক্তার কবীর খান, এবিএম রফিকুল হক রাজা, শওকত আরা দুলালী, দেলোয়ারা হাবিব, মর্জিনা আক্তার মদিনা, জিয়াউর রহমান প্রমুখের নাম ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।