ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আওয়ামী লীগ মানেই শেয়ারবাজার কেলেঙ্কারি: মওদুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১
আওয়ামী লীগ মানেই শেয়ারবাজার কেলেঙ্কারি: মওদুদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ মানেই শেয়ারবাজারে কেলেঙ্কারি। এর আগেও তারা ক্ষমতায় থাকতে শেয়ারবাজারে ধস নেমেছিল।



তিনি আরও বলেন, ছিয়ানব্বই-এ আওয়ামী লীগ এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিল বলে তখন এর বিচার হয়নি। এবারও হবে না।

মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত নবীন আইনজীবীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, দেশে বর্তমানে আইনের শাসন নেই, চলছে আওয়ামী লীগের শাসন।   আর আওয়ামী লীগের শাসন মানে এক দলীয় বাকশালের শাসন। মানুষ আওয়ামী লীগের এই দুঃশাসনের অবসান চায়।

তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী দ্রব্যমূল্য কমানোর কথা বললেই দাম বাড়ে। আর দাম বাড়লে বলেন মানুষের ক্রয় মতা বেড়েছে।

তিনি দাবী করেন, সাধারণ মানুষের ক্রয় মতা বাড়েনি, বেড়েছে চাঁদাবাজি, টেন্ডারবাজি।

ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad