ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

আন্দোলনের মুখে সরকারকে পালিয়ে যেতে হবে:রফিকুল ইসলাম মিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১
আন্দোলনের মুখে সরকারকে পালিয়ে যেতে হবে:রফিকুল ইসলাম মিয়া

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ‘বিশ্বের অনেক দেশে গণআন্দোলনের মুখে সরকার প্রধান পালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ থেকেও পালাতে হবে।



মঙ্গলবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াসিন আলীর মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তরের যুগ্ম-আহবায়ক শাহাবউদ্দিন মুন্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এমপি, বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া এমপি, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি আবদুল মালেক প্রমুখ।
 
অবিলম্বে বিএনপি নেতাকর্মীদের নামে দেওয়া সকল মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যদি সদ্য জামিন পাওয়া ইসাহাক আলীকে কারাগারের গেট থেকে অন্য কোনো মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার দেখানো হয় তবে তার পরিণতি হবে ভয়াবহ। ’

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।