ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কাজীপুর পৌর মেয়রকে কার্যালয়ে বসতে দেয়নি সন্ত্রাসীরা : রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১
কাজীপুর পৌর মেয়রকে কার্যালয়ে বসতে দেয়নি সন্ত্রাসীরা : রিজভী

ঢাকা : স্থানীয় সন্ত্রাসীরা সিরাজগঞ্জের কাজীপুর পৌর মেয়রকে কার্যালয়ে বসতে দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

নব নির্বাচিত মেয়র আবদুস সালাম বিএনপি-সমর্থিত।



মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিজভী এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন কাজীপুর পৌর মেয়র আবদুস সালাম।

রিজভী আহমেদ বলেন, ‘গত ১০ ফেব্রুয়ারি কাজিপুর পৌরসভার মেয়র সালাম তার কার্যালয়ে বসতে গেলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়। তারা পৌর মেয়রের কার্যালয় ভাঙচুর করে। এছাড়া সিরাজগঞ্জ জেলার বিএনরি ৫ শ’ নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে। ’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার অবনতি, বিরোধী দলীয় নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি হামলার প্রতিবাদে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। তবে ক্রিকেট বিশ্বকাপের যাতে কোনো সমস্যা না হয় সেদিকটি খেয়াল রাখা হবে। ’

তিনি আরও বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি হরতালের আগের দিন থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের ওপর পুলিশ ও সরকারি ক্যাডার বাহিনী হামলা চালাচ্ছে। বিএনপি আগামীতে কোনো আন্দোলন কর্মসূচি দিতে না পারে সে জন্য নেতা-কর্মীদের নামে দ্রুত বিচার আইনে মামলা দিচ্ছে। ’

তিনি সরকারের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব বন্ধ করার আহবান জানান।

তিনি বলেন, ‘হরতালের দিন দলের যে সব নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছিল, তাদের মধ্যে ২/৩ জন বাদে সবাই এখনও জেলে রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির অর্থ সম্পাদক আবদুস সালাম, সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া এমপি, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad