ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বেশিরভাগ বিচারকই দুর্নীতিগ্রস্ত: হান্নান শাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
বেশিরভাগ বিচারকই দুর্নীতিগ্রস্ত: হান্নান শাহ

ঢাকা: বাংলাদেশের বেশিরভাগ বিচারকই দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ।

সোমবার বিকেলে জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং মাহমুদুর রহমান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।



প্রধান বিচারপতির সাম্প্রতিক এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে হান্নান শাহ বলেন, ‘বেশিরভাগ বিচারকই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। ’

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অর্থ সম্পাদক আবদুস সালাম, শাম্মী আকতার এমপি, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন প্রমুখ।

হান্নান শাহ বলেন, ‘গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা আর মাহমুদুর রহমান আওয়ামী লীগের ভিকটিম। সত্য খবর প্রচার করার জন্যই নোমানসহ মাহমুদুর রহমানকে জেলে নেওয়া হয়েছে। ’

হান্নান শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন-জেলে তাকে বিষ দেওয়া হয়েছিলো। তাকে মামলা করতে বলা হয়েছিলো। কিন্তু তিনি মামলা করেননি। আর বিএনপির মামলা খারিজ করে দেওয়া হয়েছে। ’

তিনি আরো বলেন, ‘চেকসহ প্রধানমন্ত্রীর আত্মীয় ধরা পড়েছে। তারপরও তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। তাই জনমনে ক্ষত রয়ে গেছে। তারা সুযোগ পেলে জনগণ জবাব দেবে। কিছুদিন আগেও দিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।