ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মহাজোট আমাদের মূল্যায়ন করছে না: এরশাদ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
মহাজোট আমাদের মূল্যায়ন করছে না: এরশাদ

রংপুর: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পাটির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি অনেক আশা নিয়ে মহাজোটে যোগ দিলেও তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না।

সোমবার রংপুরের মিঠাপুকুর উপজেলা সদরে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।



তিনি আরও বলেন, রংপুরে ছয়টি আসনের মধ্যে হারানো তিনটি আসন পুনরুদ্ধার করে দলকে সুসংগঠিত করতে হবে।

আগামীতে এককভাবে নির্বাচনে অংশ নিতে তিনি দলের নেতা কর্মীদের সংগঠিত থাকার আহবান জানান।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মশিউর রহমান রাঙ্গা, জেলা জাপার সাধারণ সম্পাদক ও রংপুর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, উপজেলা সাধারণ সম্পাদক মোস্তফা জামান পারভেজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।