ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শেয়ারবাজার সমস্যা সমাধানে বিএনপি’র বিকল্প প্রস্তাব চেয়েছেন নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
শেয়ারবাজার সমস্যা সমাধানে বিএনপি’র বিকল্প প্রস্তাব চেয়েছেন নাসিম

ঢাকা: শেয়ার বাজারের সমস্যা সমাধানে বিএনপি’র কোনো বিকল্প প্রস্তাব থাকলে অর্থমন্ত্রীকে দেওয়ার আহবান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ নাসিম।

পাশাপাশি শেয়ার বাজারে সত্যিকারের বিনিয়োগকারীদের সহায়তায় সরকারকে এগিয়ে আসার আহবানও জানিয়েছেন তিনি।



ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার ‘১৫ ফেব্রুয়ারির প্রহসন নির্বাচন ও জননেত্রী শেখ হাসিনার গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহবান জানান।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

মোহাম্মদ নাসিম সরকারের উদ্দেশে বলেন, শেয়ার বাজারে সমস্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। পাশাপাশি যারা সত্যিকারের বিনিয়োগকারী তাদের রক্ষা করতে যা যা করা দরকার করুন। ’

তিনি আরও বলেন, ‘বিএনপি জামায়াত বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করার চেষ্টা করেছে কিন্তু কোনোটায় সফল হয়নি। শেয়ার বাজার নিয়েও তাদের সফল হতে দেওয়া যাবে না। ’

শেয়ার বাজার সমস্যা সমাধানে বিএনপি’র উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সংসদে যান। সেখানে আপনাদের কোনো বিকল্প প্রস্তাব থাকলে অর্থমন্ত্রীকে জানান। আর সংসদে সম্ভব না হলে সাংবাদিকদের মাধ্যমে প্রস্তাব দিন। ’

১৫ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পাঁচ বছর পর জনগণের রায় মেনে আমরা ক্ষমতা ছাড়বো। আমাদের সমানে দ্রব্যমূল্য, বিদ্যুৎ ও সন্ত্রাস সমস্যা রয়েছে। এগুলোর সুষ্ঠু সমাধান করে আবার আমরা নির্বাচিত হব। ’

আলোচনা অংশ নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
          
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।