ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শিক্ষানীতি বাতিল দাবি করেছেন আমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
শিক্ষানীতি বাতিল  দাবি করেছেন আমান

ঢাকা: বর্তমান সরকার প্রণীত শিক্ষানীতি বাতিলের দাবি জানিয়েছেন ৯০-এর  গণ অভ্যুত্থানের ছাত্রনেতা আমানুল্লাহ আমান ।

সোমবার দুপুরে রাজধানীর শিক্ষাভবনের সামনে ‘ছাত্র অধিকার চত্বরে’ শ্রদ্ধা জানানো শেষে ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান এই দাবি জানান।



তিনি বলেন, ১৯৮৩ থেকে ৯০ পর্যন্ত স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি শিক্ষা আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেন তৎকালীন ছাত্রনেতারা। এর ধারাবাহিকতায় মজিদ খান শিক্ষানীতির বিরুদ্ধে ১৯৮৩ সালের ফেব্রুয়ারিতে আন্দোলনের শরীক হয়ে জীবন দিয়েছিলেন কাঞ্চন, জয়নাল ও দিপালীসহ আরো অনেকে।

আমানুল্লাহ আমান বলেন, বর্তমান সরকারের আমলে যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে এটিও সেই স্বৈরশাসকের মতো একতরফা নীতি। তাই এটি বাতিল করতে হবে।  

তিনি বলেন, বর্তমান সরকার স্বৈরশাসকের মতোই গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে। মুক্তির জন্য তাদের আতœত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

এসময় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমসহ ছাত্র নেতারা উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১৪ ফ্রেব্রুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।