ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নারায়ণগঞ্জ-৫ উপ-নির্বাচন

এস এম আকরামের মনোনয়নপত্র সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, মে ২৫, ২০১৪
এস এম আকরামের মনোনয়নপত্র সংগ্রহ আওয়ামী লীগের পদত্যাগী আহবায়ক এস এম আকরাম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের পদত্যাগী আহবায়ক এস এম আকরাম। এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।



দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন শেষে আকরাম নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সংবাদ সম্মেলনে একাই উপস্থিত হন সাবেক এ সচিব।

সংবাদ সম্মেলনে আকরাম বলেন, আমি আগে এ আসনের এমপি ছিলাম। নেতাকর্মীদের অনুরোধে আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া নারায়ণগঞ্জের মানুষও চায় আমাকে। সে কারণেই নির্বাচনে আমি জয়ী হবো আশা করছি। সাত খুনের পর সরকার বেকায়দায় আছেন। আওয়ামী লীগ অংশ না নেওয়ায় এ দলের অনেক নেতাকর্মীই আমাকে সমর্থন দিচ্ছেন।

জাতীয় পার্টির এমপি নাসিম ওসমানের মৃত্যুতে এ আসনে উপ-নির্বাচন হবে আগামী ২৬ জুন। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি। রাব্বি তার ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের পর থেকেই নাসিম ওসমান ও তার ছেলে আজমেরী ওসমান, শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানকে দায়ী করে আসছিলেন। কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগও এ উপ-নির্বাচনে অংশ নেবে।

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি নাসিম ওসমানের মৃত্যুতে এ আসনটি শূন্য হওয়ার পর আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে, এ আসনে আওয়ামী লীগ প্রার্থী না দিয়ে শরীক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেবে। শনিবার নারায়ণগঞ্জে নাসিম ওসমানের স্মরণসভায় এলেও আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসেবে কারো নাম ঘোষণা করেননি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা,  মে ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।