ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ইসলামপুরে আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, মে ৪, ২০১৪
ইসলামপুরে  আটক ৪ ছবি: প্রতীকী

জামালপুর: জামালপুর জেলার ইসলামপুরে জামায়াত -শিবির ৪ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পৌর জামায়াতের আমীর মাওলানা আমজাদ হোসেন, চিনাডুলী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শফিকুল ইসলাম ও উপজেলা জামায়াত কর্মী মাওলানা আব্দুল্লাহেল কাফী এবং শিবির নেতা জাহাঙ্গীর আলম।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বাংলানিউজকে জানান, ইসলামপুর কলেজ সংলগ্ন শিবিরের একটি ছাত্রাবাসে শনিবার সন্ধ্যা থেকে জামায়াতের কিছু নেতাকর্মী আলোচনা সভা করছিলেন।
 
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয় বলে তিনি জানান।
 
এদিকে আটক হওয়া পৌর জামায়াতের আমীর আমজাদ হোসেন দাবি করেন, তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী নির্বাচনের আয়-ব্যয় হিসাব নির্ধারণের জন্যই কর্মীদের নিয়ে তিনি ওই ছাত্রাবাসে  আলোচনা করছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।