ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপির ৭ ঘণ্টার ‘গণঅনশন’ রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, মে ৪, ২০১৪
বিএনপির ৭ ঘণ্টার ‘গণঅনশন’ রোববার

ঢাকা: পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার রাজধানী ঢাকাসহ দেশব্যাপী জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে গণঅনশন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা সাত ঘন্টা এই গণঅনশন পালন করবেন নেতাকর্মীরা।



ঢাকায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবে অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন।
বিকেল ৪টার দিকে তার প্রেসক্লাবে পৌঁছানোর কথা রয়েছে বলে দল থেকে জানানো হয়েছে।

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে খুন, গুম ও অপহরণের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে 'মিথ্যা মামলা' প্রত্যাহার ও মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
 
২৬ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই গণঅনশন কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘন্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।