ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

আ.লীগ শরণার্থীদের দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, মে ৩, ২০১৪
আ.লীগ শরণার্থীদের দল ড. এম ওসমান ফারুক

ময়মনসিংহ: বিএনপি মুক্তিযোদ্ধা আর আওয়ামী লীগ শরণার্থীদের দল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক।

শনিবার সন্ধ্যায় স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে ত্রিশাল উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



ওসমান ফারুক বলেন, আওয়ামী লীগ কথায় কথায় নিজেদের মুক্তিযোদ্ধাদের দল হিসেবে দাবি করে। অথচ বিএনপি মাঠে ময়দানে সশস্ত্র যুদ্ধ করেছে।

তিনি বলেন, জিয়াউর রহমানই একমাত্র স্বাধীনতার ঘোষক। তিনি যদি স্বাধীনতা ঘোষণা না দিতেন এ দেশ স্বাধীন হতো না।

ত্রিশাল উপজেলা বিএনপির সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিশেষ অতিথি ছিলেন- সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম ওয়ালিদ, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম।

এদিকে, অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর আগমনকে ঘিরে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশাল শোডাউন করে। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মাহামুদুল্লাহ খান রতন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মে ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।