ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশের স্বার্থে হরতাল প্রত্যাহার করুন: ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১
দেশের স্বার্থে হরতাল প্রত্যাহার করুন: ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে প্রধানমন্ত্রী আড়িয়ল বিলে বিমান বন্দর স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। এতে লজ্জার কিছু নেই।



তিনি আরও বলেছেন, সরকার যেখানে শুভবুদ্ধির পরিচয় দিয়েছে সেখানে বিরোধীদলেরও উচিত ছিল হরতাল প্রত্যাহার করা।

শুক্রবার শিল্পকলা একাডেমির প্লাজা সেন্টারে ক্রিয়েটিভ ও টেকনিক্যাল শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বিরোধীদলের প্রতি প্রশ্ন করে বলেন, ‘যখন বিশ্বকাপের প্রস্তুতি চুড়ান্ত পর্যায়ে, তখন হরতাল দেওয়াটা কি বিশ্ব সম্প্রদায়ের কাছে ভুল বার্তা পৌঁছাবে না?

তাই দেশের স্বার্থে, ক্রিকেটের স্বার্থে বিরোধী দলকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, জনগণের পক্ষে কথা বলতে হলে সংসদে আসুন। সংসদ শুধু সরকারের একার না। বিরোধী দলেরও। এ অধিকার জনগণ তাদের দিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইস্রাফিল আলম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।