ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সম্মিলিত কর্মসূচি দেবে চারদলীয় জোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
সম্মিলিত কর্মসূচি দেবে চারদলীয় জোট

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।

বৃহস্পতিবার রাতে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘দেশের সার্বিক বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।

দেশের এই অবস্থা থেকে উত্তরণের জন্য আগামীতে সম্মিলিত ও জোটগতভাবে নতুন কী কর্মসূচি দেওয়া যায় তা নিয়ে কথা হয়েছে। ’
 
তিনি আরও বলেন, ‘আমরা বেগম জিয়ার সঙ্গে একমত পোষণ করেছি, আলোচনার মাধ্যমে দেশের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য সম্মিলিত ও জোটগতভাবে কর্মসূচি দেব। ’

আজহারুল ইসলাম বলেন, ‘এছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা, সীমান্তে পাখির মতো মানুষ হত্যা, সর্বশেষ ফেলানীকে নিষ্ঠুরভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা, গ্যাস-পানি-বিদ্যুৎ সমস্যা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, হত্যা, গুমসহ জনদুর্ভোগের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ’

তিনি বলেন, ‘বিএনপির ডাকা হরতালের ব্যাপারে আমাদের জানিয়েছেন খালেদা জিয়া। এ হরতালে সমর্থন জানানোর ব্যাপারে আমরা দলীয় ফোরামে আলোচনা করে আমাদের সিদ্ধান্তের কথা জানাবো বলে তাকে জানিয়েছি। ’

সম্মিলিত কর্মসূচি কবে থেকে শুরু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপেক্ষা করুন। সময় হলেই দেখতে পারবেন। ’    

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও মহানগরী ভারপ্রাপ্ত আমির হামিদুর রহমান আযাদ এমপি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময় : ২২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।