ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শুক্রবার বিএনপির জরুরি যৌথ সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
শুক্রবার বিএনপির জরুরি যৌথ সভা

ঢাকা : বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিকাল ৪টায় এক জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর জেলার সভাপতি/সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

এছাড়া বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন।

জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি সোমবারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সফল করতেই এ জরুরি সভার আয়োজন করা হয়েছে। বৈঠকে আগামী দিনগুলিতে বিএনপির সব কর্মসূচিতে নেতা-কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

সূত্র জানায়, দলের কেন্দ্র থেকে জনগণকে হরতাল পালনের আহবান জানিয়ে একটি লিফলেট তৈরি করা হয়েছে। লিফলেটটি জনগণের মধ্যে বিতরণের জন্য বৈঠকে উপস্থিত নেতাদের দায়িত্ব দেওয়া হবে।  

বাংলাদেশ সময় : ২২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad