ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

৫ম সংশোধনীর রায় অবাস্তব: ব্যারিস্টার মওদুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
৫ম সংশোধনীর রায় অবাস্তব: ব্যারিস্টার মওদুদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন,‘ ৫ম সংশোধনীর রায় সম্পূর্ণ অসাংবিধানিক ও অবাস্তব। এর ফলে যে আইন করার ক্ষমতা সংসদের কাছে ছিল তা এখন বিচার বিভাগের কাছে চলে যাবে।



বৃহস্পতিবার দৈনিক আমার দেশের সাংবাদিক অলিউল্লাহ নোমানের লেখা ‘অন্ধকার ও নিপীড়নের কারাজীবন ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার যদি আদালতের রায়ের ভিত্তিতে ৫ম সংশোধনীর রায় পুন:র্মূদ্রণ করে তা বাস্তবায়ন করেন তবে আদালত রিমান্ড বিষয়ক যে রায় দিয়েছেন তা আইনের মাধ্যমে কার্যকর করা উচিত।

সুপ্রিম কোর্টকে মানবাধিকার রক্ষা ও সংবিধানের অভিভাবক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেই সুপ্রিম কোর্টই আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক অলিউল্লাহ নোমানকে সে অধিকার থেকে বঞ্চিত করেছে। যা সংবিধান ও মানবাধিকারের সরাসরি অবমাননা। ’

অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, মাহমুদুর রহমান ও অলিউল্লাহ নোমান তাদের কাজে আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্যই জেলে গিয়েছেন। ’

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হোসেনের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসকাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, দৈনিক আমাদের সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, সাংবাদিক আবদুল হাই শিকদার, আইনজীবী সমিতির সভাপতি মাহবুব আলম ও সাংবাদিক রুহুল আমিন গাজী প্রমুখ।

উল্লেখ্য, ‘অন্ধকার ও নিপীড়নের কারাজীবন’ সাংবাদিক অলিউল্লাহ নোমানের আদালত অবমাননার দায়ে কারাগারে অবস্থানকালের স্মৃতি বিষয়ক একটি বই।

বাংলাদেশ সময়: ১৯৫৫ঘণ্টা, ফেব্রয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।