ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদার বিরুদ্ধে মামলার প্রতিবাদে ওসমানীনগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১

সিলেট: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, শেয়ারবাজার কেলেংকারি ও  দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ওসমানীনগর থানা বিএনপি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সিলেটের ওসমানীনগর থানার দয়ামীর বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।



এতে ওসমানীনগর থানা বিএনপির সহ-সভাপতি সাইদুল ইসলাম রেনু সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী।

সমাবেশে বক্তরা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র প্রতিবাদ জানান।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্যে কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। বাস্তবে দ্রব্যমূল্য জণগণের ক্রয়ক্ষমতার বাইরে।

সমাবেশে বক্তরা অভিযোগ করে বলেন, দেশের উন্নয়ন কাজ বাদ দিয়ে শেয়ারবাজারের মাধ্যমে বর্তমান সরকারের মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাটের প্রতিযোগীতায় ব্যস্ত।

বাংলাদেশ সময় : ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।