ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকার পিছু হটলেও বিএনপি হটবে না: ফারুক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
সরকার পিছু হটলেও বিএনপি হটবে না: ফারুক

ঢাকা: আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরকার পিছু হটলেও আন্দোলন থেকে বিএনপি পিছু হটবে না বলে ঘোষণা দিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া সেনা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন।



‘বিপন্ন মানবতা: কাঁদছে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ও ৭ ফেব্রুয়ারি হরতালকে সফল করতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

হরতাল সফল করতে সকলকে আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যে কোনো মূল্যে হরতাল সফল করতে হবে। ’

সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে বার বার বাংলাদেশি নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘সীমান্তের কাঁটাতারের বেড়ায় ফেলানীদের লাশ ঝুলছে। অথচ আমাদের সরকার তার প্রতিবাদও করতে পারছে না। ’

দেশ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তাই জনবিচ্ছিন্ন এই সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মানববন্ধনে আরও বক্তৃতা করেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের (একাংশ) মহাসচিব আব্দুল লতিফ নেজামী, জিয়া সেনা’র সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা,  ফেব্রুয়ারি ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad