ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সমমনা দলগুলোর সঙ্গে খালেদার বৈঠক বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১

ঢাকা: চার দলীয় জোটের শরিক জামায়াত ও ইসলামী ঐক্যজোটসহ সমমনা আটটি দলের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে চেয়ারপারসনের প্রেস উইং সূত্র।



বৈঠকে আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি, খালেদা জিয়াসহ মুন্সীগঞ্জের সাধারণ মানুষের নামে ঠুকে দেওয়া মামলা প্রত্যাহার, শেয়ারবাজারের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধগতির প্রতিবাদ, পৌর ও উপ-নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি ইত্যাদি ইস্যুতে বিএনপি ঘোষিত ৭ ফেব্রুয়ারির হরতাল ও সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।