ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

খালেদার সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১

ঢাকা: বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দল।

বুধবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন।



প্রায় পৌনে এক ঘণ্টার এ সাক্ষাৎ অনুষ্ঠানে ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফ্রান্স-বাংলাদেশ পার্লামেন্টারিয়ান ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান পল গিয়াকোব্বির।

সৌজন্য এ সাক্ষাতে সংসদীয় গণতন্ত্র সুসংহত করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা  রিয়াজ রহমান ও ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত শার্লি কসেরে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।