ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ভারতের সঙ্গে চুক্তি সংসদে আলোচনা না করা সংবিধানের লঙ্ঘন: মওদুদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০
ভারতের সঙ্গে চুক্তি সংসদে আলোচনা না করা সংবিধানের লঙ্ঘন: মওদুদ

সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি

ঢাকা: ভারতের সঙ্গে করা চুক্তি সংসদে তুলে আলোচনা না করে সরকার সংবিধান লংঘন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লেবার পার্টি আয়োজিত ‘প্রতিহিংসার রাজনীতি ও বিপন্ন মানবাধীকার’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।



মওদুদ বলেন, ‘দেশের মানুষকে অন্ধকারে রেখে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রী যে চুক্তি করেছেন তা বাস্তবায়ন শুরু করেছে সরকার। ’

তিনি বলেন, ‘শুধু আমরাই (বিএনপি) নই, আওয়ামী লীগের অনেক এমপি, মন্ত্রীরাও এ চুক্তি সম্পর্কে কিছুই জানেন না”।

পিলখানার হত্যকান্ডের ঘটনায় দেওয়া চার্জশিট জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করে বিএনপি’র এই নেতা বলেন, ‘এ চার্জশিটে ঘটনার সত্যিকার নায়কদের নাম দেওয়া হয়নি। ’

তিনি বলেন, ‘ পিলখানার এ বর্বোরোচিত ঘটনার সঙ্গে অনেক এমপি, মন্ত্রীরাও জড়িত ছিলেন যাদের নাম এই চার্জশিটে অন্তর্ভক্ত করা হয় নি’।

খালেদা জিয়ার ক্যান্টমেন্টের বাড়ি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে সরকার যা করছে তা প্রতিহিংসাবশত। এর কোন আইনগত ভিত্তি নেই। মূলত তারা খালেদা জিয়াকে এই বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে’।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯২৩ ঘণ্টা, ১৫ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।