ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সরকার গণতন্ত্রের মুখে কলঙ্ক লেপন করছে- খোন্দকার দেলোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০
সরকার গণতন্ত্রের মুখে কলঙ্ক লেপন করছে- খোন্দকার দেলোয়ার

ঢাকা: বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে একের পর এক বাধা সৃষ্টি করে সরকার গণতন্ত্রের মুখে কলঙ্ক লেপন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বুধবার বিকেলে মুক্তাঙ্গনে যুবদল আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।



বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, সংসদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমকে খুঁজে বের করার দাবিতে এ সমাবেশের আয়োজন করে যুবদল।

যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সমাবেশে খোন্দকার দেলোয়ার বলেন, ‘শেখ হাসিনাকে তার দলের নেতা-কর্মীরা গণতন্ত্রের মানসকন্যা বলেন। কিন্তু ক্ষমতায় আসার পর বিরোধীদলের ওপর যে নির্যাতন চালাচ্ছেন তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে তিনি গণতান্ত্রিক আচরণ করছেন না। বরং গণতন্ত্রের মুখে কলঙ্ক লেপন করে চলছেন। ’

‘দেশে এখন আইনের শাসন না পুলিশের শাসন চলছে তা বোঝা যাচ্ছে না’ মন্তব্য করে তিনি বলেন, ‘সাদা পোশাকধারীরা কারা জনগণ তা জানতে চায়। এরা কি সরকারের পোষা গুণ্ডা বাহিনী নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা পরিষ্কার হওয়া দরকার। ’

চৌধুরী আলমের খোঁজ বের করতে সরকারের পদক্ষেপের সমালোচনা করে বিএনপি মহাসচিব আরো বলেন, ‘একজন জ্যান্ত মানুষ গুম হয়ে গেল। তার কোনো সন্ধান তারা দিতে পারলেন না। অনেক বিলম্বে তালাশ শুরু করলেন তারা। ’

তালাশ করে কি তথ্য পাওয়া গেল তা জনগণের সামনে উপস্থাপন করার আহ্বানও জানান তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।